মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ১৯৮৪ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন ‘হাপানিয়া কে. এম. ফাজিল মাদরাসা’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । জেলা থেকে সাপাহার পাড় হয়ে প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।
মাসিক ফিঃ
- আলিম = ৬০০/-
- ফাজিল = ৮০০/-
- দাখিল = ৫০০/-
- অন্যান্য ফি-সমূহঃ
- ১ম সাময়িক পরীক্ষা – জেনারেল = ৬০০/-
- ২য় সাময়িক পরীক্ষা- জেনালের – ৬০০/-
- শিক্ষা সফর- অবস্থার আলোকে নির্বারিত হবে।
- ডায়েরি, বই ও স্টেশনারি বাবদ নির্ধারিত ফি প্রদান করতে হবে।
- সমাপনী অনুষ্ঠানের আপ্যায়নে আর্থিক অংশগ্রহণ।
- ভর্তি হলে প্রতিষ্ঠান যা সরবরাহ করবেঃ
- খাট, ওয়ারড্রোব (আবাসিক ছাত্রদের জন্য)
- পড়ার ডেস্ক, বোর্ড বইসমূহ, প্লেট, জগ, গ্লাস, বালতি, মগ, কাপড় কাঁচার পাউডার
- অভিভাবক যা সরবরাহ করবেনঃ দুই কপি পাসপোর্ট সাইজ ছবি, জন্ম নিবন্ধন সনদ, টিস্যু, মশারী, বালিশ, তোষক, বিছানার চাদর, গোসলের সাবান, টুথব্রাশ, টুপপেষ্ট, জুতা, প্রয়োজনীয় পোশাক সহ শিক্ষার্থীর দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্র।