পাঠ্যসূচী

মানুষের জ্ঞানের তৃষ্ণা আছে। তৃষ্ণা মেটানোর জন্য মানুষ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জ্ঞান অর্জন করে। অন্ধকারের কুহেলিকা দূর করে শিক্ষার আলোয় জগতকে উদ্ভাসিত করার নিমত্তে সর্বোপরি শিক্ষার গুরুত্ব অনুধাবন করে নওগাঁ জেলার সাপাহার উপজেলায় ১৯৮৪ সালের ১লা জানুয়ারিতে প্রতিষ্ঠা করেন ‘হাপানিয়া কে. এম. ফাজিল মাদরাসা’ নামক এই ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি । জেলা থেকে সাপাহার পাড় হয়ে প্রাত্যহিক কোলাহল থেকে মুক্ত বর্ধিষ্ণু অঞ্চলে পল্লী শোভিত সবুজ আবহে বেষ্টিত এই প্রতিষ্ঠানটি অবস্থিত। এটি ছাত্র ও ছাত্রীর সমন্বয়ে একটি সহ শিক্ষার প্রতিষ্ঠান।

 

পাঠ্যসূচী দাখিল

ডাউনলোড

পাঠ্যসূচী আলিম

ডাউনলোড

পাঠ্যসূচী ফাজিল

Fazil_BA_1st Year Syllabus Download

Fazil_BA_2nd Year Syllabus Download

Fazil_BA_3rd Year Syllabus Download