নির্বাচনী পরীক্ষার নোটিশ

2 Comments

২০২৩ সালের এসএসসি, এইচএসসি ও সমমানের পরীক্ষা সব বিষয়ে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার সোমবার এ তথ্য জানান।

করোনাভাইরাসের সংক্রমণের কারণে গত বছরের এসএসসি ও এইচএসসির পরীক্ষা সব বিষয়ে নেয়া সম্ভব হয়নি। শুধু গ্রুপভিত্তিক তিনটি নৈর্বাচনিক বিষয়ে পরীক্ষা নেয়া হয়। আর অন্যান্য বিষয়ে সাবজেক্ট ম্যাপিং করে ফল প্রকাশ করা হয়।

আর চলতি বছরের এসএসসি ও এইচএসসিতে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

তপন কুমার বলেন, ‘২০২৩ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমান পরীক্ষা জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বাংলাদেশের (এনসিটিবি) ২০২২ সালের পুনর্বিন্যাস করা পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে।

প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টার পরীক্ষা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। বলেন, ‘প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে এসএসসি পর্যায়ে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর ৫০ থাকবে।’

2 Replies to “নির্বাচনী পরীক্ষার নোটিশ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *