অধ্যক্ষের বানী
9 October, 2023
0 Comments
মোঃ আলাউদ্দীন শিরাজী
সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য। দুরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারী হযরত মোহাম্মদ (সঃ) এর প্রতি,যার আদর্শ কালোত্তীর্ণ। আল্লাহপাকমানব জাতিকে কেবল আল্লাহর ইবাদত করার জন্য দুনিয়াতে প্রেরণ করেছেন। আল্লাহর প্রিয় নবী মুহাম্মদ (সঃ) ঘোষণা করেছেন-
প্রত্যেক মুসলিম নর নারীর উপর জ্ঞান অর্জন করা ফরজ। এ হাদীসের বানী লক্ষ রেখে এই দ্বীনি প্রতিষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠভাবে ছাত্র/ছাত্রীদের ইলমে জ্ঞান শিক্ষার প্রয়াস চালিয়ে যাচ্ছি। আল্লাহ তায়ালা আমাদের প্রয়াসটুকুকে পরকালীন মুক্তির মাধ্যম হিসেবে কবুল করুন। আমিন।
যারা এ প্রতিষ্ঠানটিকে প্রথম হতে এ যাবৎ পর্যন্ত সার্বিক সহযোহীতা করেছেন আল্লাহ তায়ালা তাদের যেন ইহকাল ও পরকালে সুখে শান্তিতে রাখেন এবং জান্নাত নাসীব করেন। আমিন।